নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। গাজীপুরের কালিয়কৈর উপজেলার নিশ্চিতপুরের রাজ আল আবির (৩১)। নিজেকে ফেসবুকে পরিচয় দিতেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে। আর এই পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে প্রতারণা আসছিলেন। পুলিশের পোশাক পরিহিত পুলিশ অফিসারদের ছবি এডিটিং করে নিজের ছবি বসিয়ে ফেসবুক আইডি খুলে এসব করতেন প্রতারক রাজ। অর্ধশতাধিক মেয়ের সঙ্গে তার এমন প্রতারণার তথ্য পেয়েছে পুলিশ।
এক ভুক্তভোগী নারী সম্প্রতি রাজধানীর পল্লবী থানায় অভিযোগ করলে বুধবার (১৭ মে) রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, রাজ মূলত একজন প্রতারক। তিনি গাজীপুরের কালিয়াকৈরের নিশ্চিতপুরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি নিজেকে একজন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিতেন। এভাবে তিনি বিভিন্ন নারীর সঙ্গে প্রতারণা করেছেন। এক নারী অভিযোগ করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, রাজ নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক গড়তেন। সম্পর্কের এক পর্যায়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা ও শারীরিক সম্পর্ক স্থাপনও করেছেন। তার মোবাইল পর্যালোচনায় দেখা যায়, অন্তত ৫০ জন মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণসহ প্রতারণা, সরকারি কর্মকর্তার পরিচয়দানকারীসহ একাধিক মামলা রয়েছে।
বর্তমানে পল্লবী থানায় এক নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও মিথ্যা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।