আউস কান্দিতে দুটি চোরাই মোটর সাইকেল সহ আটক ১

আউস কান্দিতে দুটি চোরাই মোটর সাইকেল সহ আটক ১
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি।। হবিগন্জের আউস কান্দিতে ৭ এপিবিএন সিলেট এর অভিযানে দুটি চোরাই মোটর সাইকেল সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত গাড়ি মালিক নাজমুস সাকিব হবিগন্জ জেলার নবীগন্জ উপজেলার তাহেরপুর গ্রামের শফিকুর রহমান এর পুত্র।

জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক ওবায়েদুল হকের নেতৃত্বে সিলেট - হবিগঞ্জ মহাসড়কের আউসকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ৪ ফেব্রুয়ারী শনিবার ৫টায় অভিযান চালায় ৭ এপিবিএনের একটি টিম। এ সময় নাজমুস সাকিব নামের এক যুবকের কাছ থেকে একটি কালো রংয়ের ইয়ামাহা আর ফিফটিন ভার্সন থ্রি মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ৫ লক্ষ ২০ হাজার এবং একটি লাল রংয়ের ১৬০ সিসি হোন্ডা চোরাই মোটর সাইকেল যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৬ হাজার আটক করা হয়। লাল রংয়ের গাড়ি মালিক জীবন মিয়া এসময় পালিয়ে যায়

জীবন নবীগন্জ উপজেলার সাহবাজপুর গ্রামের আবু ইউসুফ বাচ্চু মিয়ার পুত্র। এ ব্যাপারে এস আই আশরাফুল আলম বাদী হয়ে নবীগন্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।