আওয়ামিলীগের মনোনয়ন পেলেন না মাহী

নিউজ ডেস্ক।। উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামিলীগ এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেনঅথচ দল থেকে নমিনেশন দেয়া হয়নি তাকে। কিন্তু কেন দেয়া হয়নি তার বিস্তারিত এখন পর্যন্ত জানা জায়নি!
দলীয় সিদ্ধান্ত মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ-২আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মু. জিয়াউর রহমান। আজ রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়।
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।
প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে।