আজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন করে শপথ গ্রহণের দিন-ইলিয়াস উদ্দিন মোল্লাহ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মিরপুরে বিজয় দিবস ও বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদে'র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর বি-ব্লক প্রধান কার্যালয় সামনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদের- সাধারণ সম্পাদক মাদবর মোঃআলাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন, বরিশাল -৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল হালিম মোল্লাহ্ সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর।
আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, আজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন করে শপথ গ্রহণের দিন। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ঘোষণা দেওয়া কালজয়ী ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সেই থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের- সাধারণ সম্পাদক মাদবর মোঃআলাউদ্দিন বাবু বলেন, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৫০ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের বীর সন্তানদের।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক শাহীন ঢালী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর, শাওন,রুবেল,রুমনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ।