আবার বাড়ল ভোজ্যতেল-চিনির দাম, আজ থেকেই কার্যকর

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। আবার বাড়ল ভোজ্যতেল-চিনির দাম। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা এবং চিনির দাম কেজিতে বাড়ল ১৩ টাকা। এর ফলে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা, খোলা সয়াবিন ১৭২ টাকা এবং প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা ও খোলা ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) নতুন দাম নিশ্চিত করে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
অন্যদিকে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৪৫ টাকা বেড়ে হয়েছে ৯২৫ টাকা। এতদিন ছিল ৮৮০ টাকা। খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এতদিন বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।
এছাড়া ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা।