আমরা-৯২ সৈয়দপুর এর প্রস্তুতি সভা

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। নীলফামারীর সৈয়দপুরে আমরা-৯২ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় সৈয়দপুর চৌধুরী টাওয়ারের দ্বিতীয় তলায় একটি ফাস্ট ফুড রেষ্টুরেন্টের কক্ষে আমরা-৯২ এর আহবায়ক নুর মোহাম্মদ বাবুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য,কাজী রেজওয়ান, মোঃ জাহিদুল হাসান (জাহিদ),রেজিয়া সুলতানা (আখি), মোঃ পারভেজ আহম্মেদ,মোঃ সাজিদ (মুন্না),মোছাঃ মনোয়ারা,মোছাঃ সাদেকা ইয়াসমিন (বিউটি),মোঃ জাবেদ হোসেন,মোঃ হোসেন ও মোঃ শামীম আকতার।
প্রস্তুতি সভার আলোচনায় সিদ্ধান্ত হয়। আগামী ৩০ ডিসেম্বর রেলওয়ে অফিসার্স ক্লাব হল রুমে আমরা-৯২ এর পক্ষ থেকে একটি আলোচনাসভা ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মনোজ্ঞ অনুষ্ঠানে সৈয়দপুরের সকল বিদ্যালয়ের ১৯৯২ সালের বন্ধুরা অন্তর্ভুক্ত হতে পারবেন। যাহারা অন্তর্ভুক্ত হতে চান তারা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে নিন্মে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আমরা- ৯২ এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
মোবাইল নাম্বার-০১৭১৯৭৭০৩৪০ নুর মোহাম্মাদ এবং ০১৭১৮২০৫৯৯৫ মো.জাহিদুল হাসান জাহিদ ।