আশুলিয়ায় গণধর্ষণ করে হত্যা: গ্রেফতার ধর্ষক

ডেস্ক রিপোর্ট।।ঢাকা জেলার আশুলিয়ায় অজ্ঞাত নারী হত্যা কান্ডের রহস্য উদঘাটনপূর্বক মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এই তথ্য জানায়।
র্যাব জানায়, ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাতালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা কান্ডের মূল হোতাসহ ৪ জনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।
গত ২০ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ৮ টায় সাভারের আশুলিয়ার একটি পরিত্যক্ত নির্মানাধীন বাড়ির ভেতরের জঙ্গলে অজ্ঞাতনামা এক নারীর লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মৃতের পরিচয় সনাক্ত হলে জানা যায়, তার নাম মোছাঃ পারভিন আক্তার এবং সে লক্ষ্মীপুর সদর থানাধীন এলাকার বাসিন্দা। বিগত সাত আট বছর ধরে আশুলিয়া থানাধীন খেজুরটেক এলাকায় একটি বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
হত্যার ঘটনায় গত ২২ ডিসেম্বর ২০২২ নিহতের ছেলে মোঃ ইসমাইল হোসেন অজ্ঞাতনামা আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল তদন্ত করে হত্যা কান্ডের মূল হোতা মনিরুজ্জামান(৩৫) সহ মোঃ সোলায়মান হোসেন বাবু, আল আমিন (৩০), মোঃ সাব্বির ইসলাম(১৮) নামের ৪ জনকে গ্রেফতার করে।
হত্যার কারণ সনাক্তকরণে জানা যায়, অর্থনৈতিক লেনদেনের জের ধরে গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ৮ টার সময় কৌশলে গ্রেফতারকৃতরা পারভীনকে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় একটি পরিত্যক্ত নির্মানাধীন বাড়ির ভেতরের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণের ফলে জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনা আড়াল করার জন্য তারা ভিকটিমের পরিহিত পায়জামা ভিকটিমের গলায় পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং মৃতদেহকে সুকৌশলে গভীর জঙ্গলে ফেলে যায়। গ্রেফতার হওয়া সকলে এই ঘটনার সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।