আশুলিয়ায় ১৪১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ১৪১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব সূত্রে প্রকাশ, ১৪ মে ২০২২ শনিবার, দুপুর ০২.২০ মিনিটে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪১ বোতল ফেন্সিডিল এবং ০৩ টি ব্যাগসহ মোঃ জালাল উদ্দিন (৪২), মোঃ জাহাঙ্গীর প্রামানিক (৪২), এবং মোঃ রাজ্জাক হোসেন (৩৮) মাদক কারবারিদের’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।