ইচ্ছে- অমিতা মজুমদার (কবিতা)

মাঝে মাঝে মন বলে
ভেসে যাই বন্ধনহীন জীবনের আহ্বানে,
গা ভাসিয়ে দেই স্রোতের বিপরীত টানে।
গড্ডালিকা প্রবাহে কেটে যাওয়া জীবন,
সেতো কেবলই নিরেট কালক্ষেপণ।
নিত্যকার সূর্য ওঠা
আবার সময় শেষে অস্ত যাওয়া,
একঘেয়ে নির্মল শান্ত প্রকৃতি যদি না আসে সেথায় মেঘলা হাওয়া।
শেকল বাঁধা কুকুরগুলো নিয়ম করে খায় ঘুমায় হাঁটে,
রাস্তায় ঘুরে বেড়ানো নেড়ি কুকুরগুলো এসব কিছুই পায় না বটে।
তবুও ওরা কেমন স্বাধীন বেপরোয়া,
ইচ্ছে খুশি ছুটছে ওরা ভুলে নাওয়া খাওয়া।
এই ইচ্ছেটাই যে বেঁচে থাকার আসল জীয়নকাঠি,
ইচ্ছেটাকেই মেরে বাঁচি বলেই জীবন পরিপাটি।
কবি পরিচিত :
কবি অমিতা মজুমদার সুগন্ধা তীরের জেলা ঝালকাঠি আর জীবনানন্দের ধানসিঁড়ি লাগোয়া একটি সমৃদ্ধ গ্রাম চারুখানের এক গৃহস্থ পরিবারে ১৯৬১ সালের ১ লা অগাস্ট জন্ম। বাবা স্বর্গীয় কুঞ্জেশ্বর মজুমদার,মা স্বর্গীয়া প্রিয় বালা মজুমদার ।
কবি অমিতা মজুমদার এবং তাঁর মেয়ের ছবি
ব্যক্তিগত জীবনে বিবাহিত, দুই কন্যা সন্তানের মা। বর্তমানে অমিতা মজুমদার সোনালী ব্যাংকের চাকুরী থেকে অবসর গ্রহন করে বড় মেয়ের সাথে আমেরিকায় একান্ত সময় পার করছেন।