ইত্যাদির ধারণ পর্ব দেখতে গাছে গাছে মানুষ

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলা সদরে গাবখান ব্রীজ সংলগ্ন ইর্কোপার্কে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র ধারণ অনুষ্ঠান দেখতে জেলায় মানুষের ঢল নেমেছে।
আজ ১৮ সেপ্টেম্বর সকাল থেকেই শুরু হয় ইত্যাদির ধারণ পর্ব। এই ধারণ অনুষ্ঠান দেখতে জেলার আশেপাশের অন্যান্য জেলা এবং উপজেলা সহ গ্রাম গঞ্জের সাধারণ লোকজন ভীড় জমায়। অনেকেই হানিফ সংকেত কে সামনাসামনি দেখে আনন্দ প্রকাশ করেছেন।
আয়োজনকে ঘিরে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে।
ইত্যাদি ম্যাগাজিনের ধারণ পর্ব দেখতে উৎসুক জনতার ভীড় ছিলো চোখে পড়ার মতো। ইকোপার্কে স্থান সংকুলান না হওয়ায় অনেক কে ফিরে যেতে দেখা গিয়েছে। আবার যারা দেখতে গিয়েছে তাদের অভিযোগের ছিলো কমতি। বৃষ্টির কারনে ইকোপার্ক এর মাঠ ছিলো কর্দমাক্ত এর মধ্যে লোডশেডিং এর কারনে গরমে অস্থির ছিলো দর্শক।
তবুও ইত্যাদি দেখা বলে কথা, অনেক কষ্ট সহ্য করেও সামনে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি কেউ। তাই দেখা যায় অনেকে আসন না পেয়ে গাছের উপরে উঠে সেখানেই বসে দেখছে ধারণ পর্ব। আবার অনেকে ক্যামেরা নিয়েও গাছে উঠেছেন।
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার আয়োজিত হতে যাচ্ছে ঝালকাঠিতে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ঝালকাঠির গাবখান ব্রিজ সংলগ্ন ধানসিঁড়ি ইকোপার্কে ইত্যাদি ধারণ করা হবে।
উল্লেখ্য আগামী ৩০ সেপ্টেম্বর মূল পর্ব সম্প্রচারিত হবে বিটিভিতে। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানটি প্রায় ৩০ বছর ধরে প্রচারিত হচ্ছে। এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা।