উখিয়ায় অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক দুর্বৃত্ত আটক

উখিয়ায় অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক দুর্বৃত্ত আটক
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ১১ অক্টোবর।। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের মোছার খোলা, বল খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র, ১৭ রাউন্ড গুলি ও ইয়াবাসহ এক দুর্বৃত্তকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) গভীর রাত পৌনে একটার সময় উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার একটি চৌকস টীম এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর রাত পৌনে ১ টার সময় উখিয়া থানার পালংখালি ইউনিয়নের মোছার খোলা বল খেলার মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় একটি দেশীয় তৈরি অস্ত্র, ১৭ রাউন্ড গুলি, একটি মোবাইল সেট এবং ১৩১ পিস ইয়াবা সহ মুফিজুর রহমান (১৯) কে আটক করা হয়। ধৃত মুফিজ উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের মোছারখোলা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান,ধৃত মুফিজের সাথে জড়িত অপরাপর সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।