উখিয়ায় ঝগড়ার বিরোধে সৎ মা'কে কুপিয়ে হত্যা

জাফর আলম, কক্সবাজার।। ০২ এপ্রিল, শুক্রবার।। কক্সবাজারের উখিয়ায় ঝগড়ার বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে সৎ মা'কে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।শুক্রবার(০২ এপ্রিল) সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।নিহত আনোয়ারা বেগম (৪০) একই এলাকার হোসেন আহমেদের দ্বিতীয় স্ত্রী।খুনের ঘটনায় অভিযুক্ত মোঃ আলমগীর (২৫) তার বাবার প্রথম স্ত্রীর ছেলে।ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।স্থানীয়দের বরাত দিয়ে ওসি সঞ্জুর মোরশেদ বলেন, মোঃ আলমগীরের স্ত্রীর সঙ্গে সৎ মা আনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিরাজ করছিল।এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার (আলমগীর) স্ত্রীর সঙ্গে সৎ মায়ের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।এর জেরে শুক্রবার সকালে আলমগীরের সঙ্গে সৎ মায়ের মধ্যে আবারো ঝগড়া লেগে যায়।দু’জনের তর্কাতর্কির এক পর্যায়ে সে (আলমগীর) ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারাকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে।এতে ঘটনাস্থলে আনোয়ারা নিহত হনওসি বলেন,ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারা বেগমের মাথা ও ঘাড়সহ শরীরের ৪/৫ টি জায়গায় ক্ষতের সৃষ্টি হয়।এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার (আনোয়ারা) মৃত্যু হয়েছে।ঘটনার পর থেকে মোঃ আলমগীর পলাতক রয়েছে।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সঞ্জুর মোরশেদ।ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।