উখিয়ায় বিজিবির সাথে মাদক কারবারীদের গোলাগুলি : একলাখ পিস ইয়াবা উদ্ধার

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ৪ জুন।। কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল নামক সীমান্ত এলাকায় মাদককারবারিদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি।
এসময় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গত শনিবার দুপুরে এসব তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবির।
তিনি জানান, ৩ জুন শুক্রবার দিনগত রাত পৌনে ৪ টার সময় উখিয়ার পালংখালী সীমান্তে মাদকের একটি চালান ঢুকবে- এমন খবরে রহমতের বিল নামক স্থানে অবস্থান নেয় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল। বিজিবির অবস্থান টের পেয়ে মাদককারবারিরা গুলি ছুড়ে।
আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।