উত্তরায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

উত্তরায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। রাজধানীর উত্তরা থেকে ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান বলেন, ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এর আগে গতকাল সকাল সোয়া ৭টার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সেতু এলাকায় টাকা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি ছিনতাই হয়। গাড়িটিতে এটিএম বুথে ভরার জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে ডাচ বাংলা ব্যাংকের তরফে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। দ্রুত রাজধানীর বিভিন্ন জায়গায় টহল বসানো হয়। বিভিন্ন থানা পুলিশের সহযোগিতায় ডিবির সদস্যরা টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করেন। একপর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি বক্সসহ সাতজকে আটক করা হয়।  বাকি টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।