উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সৈয়দপুর ক্রীড়া সংস্থার নির্বাচন

জাহিদুল হাসান জাহিদ,স্টাফ রিপোর্টার।। দীর্ঘ ১২ বছর পর সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার নির্ব্চন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর)সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সৈয়দপুর উপজেলা হল রুমে চলে ভোট গ্রহন। এতে ১২২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। তার প্র্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক পেয়েছেন ৪৩ ভোট।
এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মো. আজমল হোসেন (প্রাপ্ত ভোট ৭৬) ও মো. মহসিনুল হক মহসিন (প্রাপ্ত ভোট ৫৫), অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. আহসান উদ্দিন বাদল (প্রাপ্ত ভোট ৬০), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. জোবায়দুর রহমান শাহীন (প্রাপ্ত ভোট ৬০) ও এরশাদ হোসেন পাপ্পু (প্রাপ্ত ভোট ৬০), কোষাধ্যক্ষ পদে মো. বদিউজ্জামান বদিয়ার (প্রাপ্ত ভোট ৬১), মহিলা সদস্য পদে মোছা. সানজিদা বেগম লাকী (প্রাপ্ত ভোট ৭৬) ও মারুফা আক্তার (প্রাপ্ত ভোট ৬৬) এবং পুরুষ সদস্য পদে মো. মোকতার সিদ্দিকী (প্রাপ্ত ভোট ৭৫), মোকছেদ আলী (প্রাপ্ত ভোট ৭২), আব্দুস সালাম মন্ডল (প্রাপ্ত ভোট ৬৯), মো. শাবাহাত আলী সাব্বু (প্রাপ্ত ভোট ৬৭), আজিজুল বারী বসুনিয়া ( প্রাপ্ত ভোট ৬৭), আব্দুস সবুর আলম (প্রাপ্ত ভোট ৬১), শরিফুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬১) ও মো. মোনায়েম হোসেন (প্রাপ্ত ভোট ৫৮) নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসাসের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. আবুল কালাম আজাদ। উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ১৭টি পদে দুইটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একটি হচ্ছে আজমল হোসেন-মোখছেদুল মোমিন-বাদল সমর্থিত ঐকমত্য প্যানেল এবং অপরটি হচ্ছে শিক্ষক ক্রীড়াবিদ সমর্থিত মহসিন -মোজাম্মেল- রাশেদ প্যানেল।