একজন কিংবদন্তি (সম্পাদকীয়)

প্রিয় মানুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, বাংলাদেশের রূপকার, অন্যতম কিংবদন্তি, বাংগালী জাতীর জনক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বংগবন্ধু শেখ মুজিবর রহমান এর শাহাদৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধ্যা ও ভালবাসায় স্মরণ করছি সেই সকল প্রানের যারা একই দিনে তার সাথে শহীদ হয়েছেন। প্রিয় নেতা বংগবন্ধুর রক্তের ঋন এ জাতী কখনো পরিশোধ করতে পারবে না।
সেই সাথে চরম ঘৃনার সাথে স্মরণ করতে চাই হত্যার সাথে সরাসরি কিংবা গোপনে জড়িত সকল মীর জাফর দের, যারা সস্বীকৃত খুনি ও প্রিয় নেতার হত্যার সাথে জড়িত। যাদের শরীরে বয়ে বেড়ায় বংগবন্ধু হত্যার কালো রক্ত।
হে মহান নেতা, আপনার মহানুভবতা আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করুন। আপনার দেখানো পথে আমরা হাটতে পারিনি, আমাদের ক্ষমা করুন। আপনার নির্দেশ অমান্য করেছিলাম, আমাদের ক্ষমা করুন।
হে মহান নেতা, আমরা ভীরু, আমরা কাপুরুষ, আমরা আপনার হত্যাকারীদের এখনো শাস্তি দিতে পারিনি!
হে মহান নেতা, আপনার সাত কোটি বাংগালী আজ ১৬ কোটি হয়েছে। এখনো সেই সকল মীর জাফরদের ঘরে ক্ষুদ্র ক্ষুদ্র মীর জাফরের জন্ম হচ্ছে। আমরা চোখ দিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছি না। আমরা প্রতিশোধ নিতে পারি না।
হে মহান নেতা, আমাদের ক্ষমা করুন, সৃষ্টিকর্তা হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী এই বাংলার মাটিতে পাঠিয়েছিলেন কিন্তু আমরা তার মর্ম উপলব্ধি করতে পারিনি।
সিকদার সাদেকুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক
আজকাল বাংলা