এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: রুহেল

মোহাম্মদ হাসান।। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, দেশের খ্যাতনামা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল বলেছেন, জনগণই ক্ষমতার মূল উৎস। নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে। আজ ৮ অক্টোবর শনিবার মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ডের ১০ কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার কবির নিজামীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
এ সময় রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ,কে,এম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরছাপা নয়ন প্রমূখ।