কক্সবাজারে অপহৃত ৮ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত : মুক্তিপণ দাবী

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ২০ ডিসেম্বর।। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি বনিরছড়া খালে মাছ শিকার করতে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী চক্রের হাতে অপহরণের শিকার ৮ জেলে উদ্ধার হয়নি।
চক্রটি বর্তমানে অপহৃত স্বজনদের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে জেলা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান শুরু করেছে। জাহাজপুরা পাহাড়ে পুলিশ অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড় চষে বেড়াচ্ছে। উদ্ধার অভিযানে স্থানীয় লোকজনও সহযোগিতা করছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে টেকনাফের জাহাজপুরা পাহাড়ের একটি ছরায় মাছ ধরতে গিয়ে এক স্কুল ছাত্রসহ আট জন অপহরণের শিকার হন। বাহার ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরাই অপহরনের সাথে জড়িত।
অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের ধরতে উদ্ধার অভিযান অব্যহত রাখার পরামর্শ দেন তিনি। অপহৃতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের জাহাজ পুরা এলাকার ছৈয়দ আমীরের ছেলে নুরুল মোস্তফা ও করিম উল্লাহ, রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমেদের ছেলে নুরুল আবছার ও মমতাজের ছেলে রিদুয়াদ। অপহৃত আট জনের পরিবারের লোকজন রয়েছে আতংকে। স্বজনের খোঁজ পেতে মরিয়া তারা। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদের অক্ষত অবস্থায় ফিরে পেতে চান তারা। অপহরণকারীরা তিন লক্ষা টাকা মুক্তিপণও দাবি করেছে বলে জানান অপহৃতদের স্বজনেরা।
এদিকে, অপহরণকারীদের ভয়ে নিরাপদে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ স্থানীদের। এর আগেও বেশ কয়েকবার অপহরনকারীরা স্থানীয়দের অপহরন করেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দারদের। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, অপহৃত ৮ জনকে উদ্ধারে একাধিক পুলিশ টীম কাজ করছে।