কক্সবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৯ প্রতিষ্ঠানকে পুরষ্কৃত

কক্সবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৯ প্রতিষ্ঠানকে পুরষ্কৃত
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন,  স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।কক্সবাজার সদরব উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ 

বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। 
সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় ৩২টি প্রতিষ্ঠান অংশ নেন।
অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে সরকারি দপ্তর ১৭ টি, এজেন্ট ব্যাংকিং ১টি , উদ্যোক্তা ২টি , এনজিও ২টি, স্কুল ও কলেজ ১০ টি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ মেলা পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
মেলায় উপস্থিত শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট বাংলাদেশের ভাবনা নিয়ে সেশন পরিচালনা করেন সহকারী প্রোগ্রামার সৌরভ চক্রবর্তী। 
সমাপনী প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ। 
মেলায় উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করে ৯ টি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার প্রাপ্তরা হলেন, মাধ্যমিক পর্যায়- ১ম স্থান- বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, ২য় স্থান-কক্সবাজার মডেল হাই স্কুল,৩য় স্থান-কক্সবাজার ইন্টার ন্যাশনাল স্কুল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে- ১ম স্থান-কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট, ২য় স্থান- বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও ৩য় স্থান- কক্সবাজার সরকারি কলেজ।
এছাড়াও সরকারি দপ্তর (উন্মুক্ত) পর্যায়ে ১ম স্থান- তথ্য প্রযুক্তি অধিদপ্তর,  সদর, কক্সবাজার 
২য় স্থান- উপজেলা ভূমি অফিস, সদর, কক্সবাজার ও ৩য় স্থান- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,সদর, কক্সবাজার। 
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন,  ডিজিটাল উদ্ভাবনী মেলায় অনলাইন দাখিলা, জন্ম নিবন্ধন সংশোধন,  জাতীয় পরিচয়পত্র ছবি তোলা, ইভিএম'র ব্যবহার,উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতির ব্যবহার, অনলাইন জিডি, সরকারি ভাতার ডিজিটাল কার্ড সহ বিভিন্ন সরকারি সেবার অনলাইন আবেদন দর্শনার্থীদের বিনামূল্যে প্রদান করা হয়।
তিনি জানান,মেলায় অংশ নেয়া অন্যান্য প্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।