কক্সবাজারে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ২৭ অক্টোবর।। "হাতের পরিচ্ছন্নতা, এসো সবাই এক হই। বর্জ্য পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন”
এই প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোঁয়া দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী, আলোচনা সভা ও হাতধোয়া কর্মসূচী।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।