কক্সবাজার সৈকতে নীরিহ প্রাণী কুলের জন্যে স্বচ্ছ পানির ব্যবস্থা

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।। কক্সবাজার সমুদ্র সৈকতে নীরিহ প্রাণী কুলের জন্যে পানির ব্যবস্থা করা হয়েছে।
কয়েক বছর আগে যে কোন প্রাণীকুলের জন্য স্বচ্ছ পানি পানের সুবিধা করেছে নাছির উদ্দীন , রাসেলসহ কয়েকজন পর্যটন ব্যবসায়ী।
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে নীলিমার পাশেই তৈরি করা হয়েছে মাটির কড়াই ও পাকা মিনি হাউস।
তারা নিজস্ব মোটর দিয়ে পানির ব্যবস্থা করেন। তৈরি করা মিনি হাউসটির নাম দেয়া হয়েছে 'মুসাফির'।
২৪ ঘন্টা ৭দিন এবং ৩৬৫ দিন লেখা রয়েছে এই মিনি হাউসে।
কাক, কুকুর, গরু, ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির পশু ও পাখি এখানে নিরাপদে স্বচ্ছ পানি পান করতে আসেন।
পর্যটন ব্যবসায়ী নাছির উদ্দীন জানান, সমুদ্র কক্সবাজারের জন্য আশীর্বাদ। পর্যটননির্ভর অর্থনীতি সমুদ্রকে কেন্দ্র করেই।
সমুদ্রের নীল জলরাশি থাকলেও প্রাণীকূলের জন্য বিশুদ্ধ পানি নেই এখানে। তাই সৈকতে পশু ও পাখিদের জন্য এই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এছাড়াও তৃষ্ণার্ত মানুষও সুপেয় পানি পাচ্ছেন এখানে।
এ-ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভ্রমণ পিপাসুরা।