কেন ডিবি কার্যালয়ে শাকিব?

কেন ডিবি কার্যালয়ে শাকিব?
ছবিঃ সংগৃহীত

আজ রবিবার দুপুরে শাকিব যান রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখানে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। তবে কেন তিনি সেখানে গেছেন, তা এখনো জানা যায়নি। 

রহমত উল্লাহর নামে মামলা করতে শাকিব গতকাল গুলশান থানায় যান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন এই অভিনেতা।

এর আগে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান নায়ক শাকিব খান। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। দেড় ঘণ্টার বেশি সময় থানায় অবস্থানের পর বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, রহমত উল্ল্যাহ ওই সিনেমার প্রযোজক নন। তিনি একজন প্রতারক। এ বিষয়ে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্য ধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এরপর তিনি দেশে পালিয়ে আসেনএমন অভিযোগ ওঠে শাকিবের বিরুদ্ধে।

গত বুধবার (১৫ মার্চ) শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে চলচ্চিত্রের তিন সমিতিতে অভিযোগ করেন ‘অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।