কবিতা:"সৈয়দপুরে একদিন"

সৈয়দপুরে একদিন
জাহিদুল হাসান জাহিদ
এক দিন গিয়েছিলাম সৈয়দপুরে,
সেখানকার বাতাসে সব সময় শুধু টাকা উড়ে ৷
যদি তুমি কখনও বা ধরিতে পারো,
অচিরেই হইবে তুমি অনেক বড় ৷
গাড়ী বাড়ী করিয়া হইবে সুখী,
খোদার রহমতে তোমারা থাকিবে না দুঃখী ৷
এখানকার মত ব্যবসা কোথাও নাহি হবে,
তাই বাড়ী ঘর ছেড়ে ভীড় জমায় সবে ৷
চাল ডাল ভূষি খোল সোনা অারো কত কি ?
ব্যবসা দেখিয়া তুমি বলিবেে ওমা এ কি,
টাকা ধরিয়া অচিরেই হয় বড় লোক ,
দালান করিয়া খাটায় কত শত লোক ৷
যদি তুমি না পার টাকা ধরিতে,
জীবনটা যাইবে তোমার অাফসোস করিতে ৷
বড় যদি হইতে চাও এসো এখানে,
দুঃখ ঘুচিবে ব্যবসার সহিত মিলনে ৷