কবি অমিতা মজুমদারের 'একাকী কথপোকথন '

একাকী কথোপকথন
অমিতা মজুমদার
১
সুখ কী,সুখী কে?
সেদিন অনুপমার মেয়ে জানতে চায় অনুপমা সুখী কি-না?
অনুপমা ভাবছে অনবরত,
সুখের সংজ্ঞা কী?
সেটাই তো কেউ বলতে পারছে না।
কেউ সুখী বাড়ি,গাড়িতে,
কেউ সুখী গয়না,শাড়িতে।
কেউ সুখী দুবেলা পেটপুরে খাবার খেতে,
কারও সুখ অন্যের মুখের হাসিতে।
কেউ খোঁজে সুখ ষড় ঋপুর তৃপ্তিতে,
কারও সুখ অন্যের ক্ষতিতে।
অনুপমা মনে মনে ভাবে,
সুখ বলে আছে কী কিছু এই ভবে?
২
ইচ্ছেরা যতদিন বাঁচে
কুয়াশা সরিয়ে ততদিন ঘাসফুল নাচে।
ইচ্ছেরা থাকুক তাই বেঁচেবর্তে
স্রষ্টার অমূল্য দান এই মানবজীবন আনন্দে কাটাই মর্তে।
স্বাধীন ইচ্ছেগুলো যেদিন গুটাবে পাততাড়ি
আমরাও সেদিন দেবো অমৃতলোকে পাড়ি।
৩
মেঘের দেশে যায় ভেসে
মন হারানোর বেলা,
আকাশগাঙে ভাসিয়ে দিলাম
আমার স্মৃতির ভেলা।
জীবনস্মৃতির পুব আকাশে
ছিল কত আলোর মেলা,
সায়াহ্নের আকাশে শুধুই
ধূসর মেঘের খেলা।