কুমিল্লা থেকে ১৫০ কেজি গাঁজা ঢাকায় বিক্রির সময় ৬ কারবারি  আটক 

কুমিল্লা থেকে  ১৫০ কেজি গাঁজা ঢাকায় বিক্রির সময় ৬ কারবারি  আটক 
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে আনা ১৫০ কেজি গাঁজাসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।
আটককৃতরা হলেন, সুরুজ (২০), শিমুল (২৪), শাহিন (২৪), মিলন (২৮), রয়েল (২৭) ও আশরাফুল ইসলাম (২৮)।
সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে রাজধানীর টিকাটুলি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চক্রটি বিগত তিন বছর ধরে কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা এবং নারায়ণগঞ্জ থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
তিনি আরও জানান, এ চক্রের মূলহোতা সুরুজ ও তার প্রধান সহযোগী ট্রাকচালক রয়েল। দুজনের পরিকল্পনা অনুযায়ী আরও চারজন সহযোগী বিভিন্ন সময় মাদকের চালান আনা-নেওয়া ও বহনের কাজে সহায়তা করে থাকে।
আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।