কিশোর গ্যাং লিডার তানভীর গুলিসহ আটক

কিশোর গ্যাং লিডার তানভীর গুলিসহ আটক
ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। রাজধানীর দারুসসালাম এলাকার কিশোর গ্যাং লিডার তানভীর হোসাইনকে (২৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।  এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটক তানভীর রাজধানীর দারুসসালাম এলাকার চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার।
গত ৩ মার্চ আবদুর রহমান (১৮) ও তার তিন বন্ধু দারুস সালাম এলাকায় কিশোর গ্যাং লিডার তানভীর হোসাইন ও তার সঙ্গীদের প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখেন। এ সময় তাদের প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবনে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আবদুর রহমান ও তার বন্ধুদের মারধর করেন।
এক পর্যায়ে ছুরিকাঘাতে আবদুর রহমান গুরুতর জখম হন।
৪ মার্চ এ ঘটনায় দারুসসালাম থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় কিশোর গ্যাং লিডার তানভীরকে সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।