গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ডিবি পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি আটক

আবু তাহের, স্টাফ রিপোর্টারঃগাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রাম থেকে ৯ জুয়াড়ি কে আটক করছে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
গত ৮ জুলাই রাত্রি ১১ টার দিকে ডিবি এস আই জহুরুলের নেতৃত্বে একটি চৌকস টিম হিংগারপাড়া থেকে তাদের কে আটক করে।
আটককৃতরা হিংগারপাড়া গ্রামের খোকা প্রামাণিক এর পুত্র আশরাফুল ইসলাম (৩৫), মৃত আব্দুল সরকারের পুত্র মধু সরকার (৬০), রমজান আলীর পুত্র রেজাউল(৩৫), মৃত লুৎফর রহমানের পুত্র আনারুল ইসলাম (৪৫),
গোবিন্দপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র শাহিনুর ইসলাম(৩৫), ইমদাদুল হকের পুত্র ইমরান (৩৫), মৃতঃআজিজারের পুত্র ময়জার (৪২), খাজা মিয়ার পুত্র শিপন(২৫),
হাসানপাড়া গ্রামের মোজাম্মেলের পুত্র শাকিল(২২),
আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের এস আই জহুরুল হক।