গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

আবু তাহের, স্টাফ রিপোর্টার।।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পর্শে সোহেল রানা শাহিন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 শনিবার (০৫ নভেম্বর) উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহিন পুকুরে পানি শুকানোর জন্য বিদ্যুৎচালিত পাম্প লাগায়। সব কিছু ঠিক করে মেশিনের তার প্লাগে লাগাতে গেলে লিকেজ থেকে তিনি স্পৃষ্ট হন।

পরে সোহেলকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা  করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান শ্রী কনক কুমার।।