গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ নির্মাণ শ্রমিক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি।। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবোস্ত (কাগদী) রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করে।
দুর্ঘটনায় নিহতেরা হলেন—কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজন মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। নিহতরা সবাই পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, রাত নয়টার দিকে ১৫-১৬ জন নির্মাণ শ্রমিক বোয়ালমারীতে ঢালাইর কাজ শেষ করে মিক্সচার মেশিন চালিয়ে আসার সময় কাঠামদরবোস্ত রেল ক্রসিং এ রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সচার মেশিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মিক্সচার মেশিনে ১৫ থেকে ১৬ জন শ্রমিক ছিলেন। নিহতদের পরিবারের দাফন কাফনের জন্য ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আহত এক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে পাঁচটি লাশই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।