গলাচিপা উপজেলা জলাতঙ্ক নির্মূলে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ মাজহারুল ইসলাম মলি, গলাচিপা,পটুয়াখালী।।জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি ,এ রোগে মৃত্যু হার শতভাগ ।বর্তমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থাপনায় জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি উত্তরনের লক্ষ্যে কুকুরের কামড়ের আধুনিক ব্যবস্থাপনা চালু রেখে -সারাদেশে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচির আলোকে, শহর -বন্দর, গ্রাম-গঞ্জ, হাট -বাজার গুলোতে যদি ৩ রাউন্ড টিকা প্রদান করা যায়, তবে দেশের জলাতঙ্ক নির্মূল হবে বলে অভিজ্ঞরা মনে করে। উপজেলা অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:কাজী আব্দুল মমিন ।অতিথি হিসেবে ছিলেন মেডিকেল অফিসার ডা:নুরুদ্দিন, ডা: তরিকুল ইসলাম হাসিব ,ডা:নাঈমুল ইসলাম লিমন , গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, গজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন ।অবহিত করন সভায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় কুকুরের টিকা প্রদান করা, জনসাধারণকে জলাতঙ্ক বিষয়ে গণসচেতনতা, ভিডিও বার্তা, প্রামাণ্যচিত্র ইত্যাদি প্রদর্শন বিষয় আলোচনা হয়।এ ভয়াবহ জলাতঙ্ক কুকুরের কামড় ,বিড়াল , বেজি ,বানরের কামড় বা নখের আঁচড় থেকে হতে পারে ।এ ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ হওয়ার জন্য দায়িত্বশীলদের দায়িত্ব পালনে, আহ্বান জানান-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কাজী আব্দুল মমিন।