চাকরির প্রলোভনে আটকে রেখে মুক্তিপণ আদায় চক্র গ্রেফতার 

চাকরির প্রলোভনে আটকে রেখে মুক্তিপণ আদায় চক্র গ্রেফতার 
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, রাজু আহমেদ (২১), মো. সুমন (১৮)। তারা চাকরির প্রলোভনে আটকে রেখে মুক্তিপণ আদায় করতেন বলেও জানিয়েছে র‌্যাব।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। 
তিনি বলেন, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভনে আটকে রেখে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।