চকরিয়ায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়ায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার, ৪ ফেব্রুয়ারী।। চিরকুট লিখে হোটেল কক্ষেই আত্মহত্যা করেছে এক যুবক।

কক্সবাজারের চকরিয়া সিটি পার্ক নামক আবাসিক হোটেল কক্ষ থেকে শনিবার বিকাল ৪ টার সময় লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা জানাতে পারেনি পুলিশ। হোটেল কতৃপক্ষের বরাত দিয়ে চকরিয়া থানা পুলিশ জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে রুম ভাড়া নেয় ওই যুবক। হোটেল রেজিস্ট্রারে লেখা হয় নাম মহি উদ্দীন,বাড়ী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায়। শনিবার দুপুরে তার রুমে কোন সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কতৃপক্ষ পুলিশ কে খবর দেন।

চকরিয়া থানার ওসিচন্দন কুমার চক্রবর্তী জানিয়েছেন, বিকাল ৪টায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর সাথে উদ্ধার করা হয়েছে দীর্ঘ চিরকুট। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে। ময়না তদন্তের জন্য লাশ জেল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে