জৈন্তাপুরে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

সিলেট প্রতিনিধি।।সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।
নিহত মদসসির আলী (৫২) উপজেলার গুয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর পুত্র।
এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত ব্যক্তি শনিবার রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এসময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।