জবিতে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৩ অনুষ্ঠিত

তানভীর আহমেদ,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে লিডারশিপ ডেভেলপমন্ট প্রোগ্রাম এবং নতুনদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.ইমদাদুল হক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা কীভাবে নেতৃত্বে উন্নয়ন সাধন করবে এই বিষয়ে কথা বলতে গিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হক বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কাজ করে যাচ্ছে এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সার্বিক সহযোগিতা করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক ড. মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
নেতৃত্ব এবং ক্যারিয়ারে উন্নয়ন বিষয়ে জবি ট্রেজারার তাঁর বক্তব্যে বলেন,বিভিন্ন বড় বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে নানা প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট জীবনের জন্য প্রস্তুত করে তুলতে হবে ।