জবি প্রতিনিধি।।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত কার্যকরী পরিষদ নির্বাচন ২০২১-২২ কমিটির পক্ষে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
(শনিবার) বিকেল আড়টায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাঈদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এফ এম নওরুজ্জামান নিয়ন, দপ্তর সম্পাদক মোর্শেদ হাসান আসিফ, অর্থ সম্পাদক সুস্মিতা বনিক, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ তানজীদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য রুবেল মিয়া ও রায়হান সিদ্দিকী আম্মান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
জবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাইদুল ইসলাম সাঈদ জানান, জবি ডিবেটিং সোসাইটি একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিতর্ক সংগঠন। এই সংগঠনের ঐতিহ্যকে ধরে রেখে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবের সাথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় রাখছি।
মুক্ত মন ও শুদ্ধ যুক্তির আলোয় জয় হোক সকল বিতর্কপ্রেমী মানুষদের।
উল্লেখ্য, গত ৩১মে (বৃহস্পতিবার) জবি ডিবেটিং সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২১-২২ অনুষ্ঠিত হয়েছে।