নিজস্ব প্রতিবেদক, ঢাকা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক যাত্রী জানান, তাদের বহনকারী ট্রলারটি ঘন কুয়াশার কারণে ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চর ঝাউকান্দার মৈনট ঘাট এলাকায় একটি চরে আটকে গেছে।
ট্রলারটিতে নারী-শিশুসহ ২৪ জন্য যাত্রী রয়েছে। যাদের মধ্যে আবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছন। তারা পরীক্ষার হলে যাওয়ার জন্য ট্রলারে উঠেছিলেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ৯৯৯ দেওয়া তথ্যে উদ্ধার অভিযানে নামে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যেও নৌ পুলিশের এই দলটি ২৪ যাত্রীকে উদ্ধারে অভিযান চালায়। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা সাথী রাণী শর্মা।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে তথ্য পেয়ে ঘন কুয়াশার মধ্যেও নৌ পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিতে সহযোগিতা করে। যাত্রীদের মধ্যে দুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের পরীক্ষা থাকায় তাদের নৌ পুলিশের স্পিডবোট করে মৈনট ঘাটে এনে ঢাকার বাসে তুলে দেন।
শীত ও কুয়াশা উপেক্ষা করে চরে আটকা ট্রলার যাত্রীদের উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন,‘নৌ পুলিশ নৌপথে সবসময়ই জনগণকে সেবা দিতে তৎপর থাকে। নৌ পথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশ জনগনের পাশে রয়েছে। তিনি নৌপথে যেকোনো প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা নেবার জন্য সকলকে আহ্বান জানান।