জাহিদুল হাসান জাহিদ এর কবিতা-"দুঃখী নবী"

দুঃখী নবী
জাহিদুল হাসান জাহিদ
নবীর জন্য দেখতে পেরেছি বিশ্ব পৃথিবী,
তিনি মোদের দুঃখী নবীজি ৷
যার জন্য উঠছে পূর্ব অাকাশে ভোরের রবি,
তিনিই ছিলেন বিশ্বের মহা নবী ৷
জন্মে ছিলেন শ্রেষ্ঠ বংশে,
করেননি কোন দিন হিংসে ৷
নবী ছিলেন অাল্লাহ'র দোস্ত,
মানুষ যত দিতো কষ্ট,
পশু পাখি হয়েছিল তাহার ভক্ত ৷
তিনি নামাজ পড়তেন পাঁচ ওয়াক্ত,
জীবনে এসেছে যত কষ্ট,
তিনি মহান সর্ব শ্রেষ্ঠ ৷