জোড়া হত্যা মামলায় ছদ্মবেশধারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জোড়া হত্যা মামলায় ছদ্মবেশধারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।। টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর দুই শিশু অপহরণের পর জোড়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ (৩৫)’কে নারায়নগঞ্জ বন্দর এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়,২২ ডিসেম্বর ২০২২ তারিখে নারায়নগঞ্জ সদর থানাধীন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর দুই শিশু অপহরণের পর জোড়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ (৩৫), জেলা-ঢাকা’কে গ্রেফতার করা হয়। 

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে র‍্যাব জানতে পারে, ২০১৬ সালের ২৭ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরের একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অপহরণের শিকার হয় ঢাকার ধামরাইয়ের চর চৌহাট গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (১০) ও একই গ্রামের প্রবাসী আবু বক্করের ছেলে ইমরান (১১)। অপহরণের পরদিন ২৮ জানুয়ারি বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে মোট-১,০০,০০০/- (এক লাখ) টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা এবং পরদিন শুক্রবার রাতে মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের একটি লেবু বাগান থেকে নিখোঁজ দুই শিশুকে জবাই করে হত্যা করে আসামীরা। পরবর্তীতে ৩০ জানুয়ারি শনিবার শিশুর শাকিলের মা জোসনা বেগম বাদি হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরবর্তীতে সাক্ষীর সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষনার সময় ৮ জন আসামী উপস্থিত থাকলেও ধৃত আসামী আরিফ আত্মগোপনে চয়ে যায়। এ সময় আসামী বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে রাজমিস্ত্রী, গামেন্টস্ কর্মী, লেবার ও রিক্সাচালক হিসেবে জীবিকা নির্বাহ করতো। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।