ঝালকাঠিতে আঃ ওয়াহেদ স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝালকাঠিতে আঃ ওয়াহেদ স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসএসসি ২০২২ ব্যাচের আয়োজন শুরু হয়েছে আব্দুল ওয়াহেদ স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট। 

    টুর্নামেন্ট উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিল। বিশেষ অতিথি ছিলেন টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক আজমীর হোসেন তালুকদার।

    অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন, টুর্নামেন্ট আয়োজক মোঃ আয়াজ হোসেন, মোঃ সাকি প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ তমাল খলিফা।

    উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম আব্দুল ওয়াহেদ এর স্মৃতি স্মরনে আয়োজিত টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহন করবেন। উদ্বোধনী খেলায় ওয়ার্ল্ড ফ্যাশন দল ও মদিনা এক্সপ্রেস দল অংশ গ্রহন করেন।