ঝালকাঠিতে মাদ্রাসার ছাত্রীসহ দু’জনের মৃতদেহ উদ্ধার

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠিতে পৃথক স্থান থেকে মাদ্রাসার
ছাত্রীসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলো ঝালকাঠি সদর উপজেলার
নথুল্লাবাদ ইউনিয়নের হরিপাশা গ্রামের মৃত. সালাম হোসেনের মেয়ে চাচৈর
ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী তন্নি আক্তার (১৪) ও ঝালকাঠি শহরের
পুবালী সড়কের মোজাম্মেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (২৪) । রবিবার সকালে
সদর থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পারিবারিক কলোহের জের ধরে তন্নির
আক্তারের সাথে তার মা ডালিয়া বেগমের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭ টার
দিকে মা ডালিয়া বেগম পারিবারিক কাজে ঝালকাঠিতে আসেন। এসময় ঘরের আড়ার সাথে
গলায় ওরনা পেচিয়ে তন্নি আক্তার আত্মহত্যা করে। রবিবার সকালে পুলিশ গিয়ে
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ
করে।
অপর দিকে পারিবারিক কলহের জের ধরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে
আত্মহত্যা করে মাহফুজ হোসেন। শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা
বাসার বাহিরে গেলে মাহফুজ হোসেন গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। মাহফুজ
হোসেন ৯মাস পূর্বে বিবাহ করেছিলো। তার স্ত্রী সীলা বেগম বেড়াতে ছিলো
পিত্রালয়ে।
নিহত মাহফুজের বাবা মোজাম্মেল হোসেন জানান, রোববার দুপুরে মরদেহের
ময়নাতদন্তের কাজ শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ
ইউনিয়নের হরিপাশা গ্রাম থেকে মাদ্রাসাছাত্রী ও শহরের পূর্বচাঁদকাঠি
পুবালী সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়।
সেখানে ময়নাতদন্তের কাজ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায়
পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করেছে।