ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু 

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু 
ছবি: সংগৃহীত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে রহস্যজনক ভাবে মৃত ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্বার করা হয়েছে। শুক্রবার ২৭ জানুৃযারি সকালে উপজেলার কুলকাঠি গ্রামের নিজ ঘরের আড়াঁর সঙ্গে ঝুলন্ত হামিদা আক্তার ইতি (১৩) নামে কিশোরীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।

   এ গ্রামের ফারুক খলিফার মেয়ে নিহত কিশোরী কুলকাঠি শহীদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয় পরিস্কার কোনো তথ্য বা আলামত পাওয়া যায়নি। তবে পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে হবে বলে পুলিশ জানিয়েছে।

   নিহত কিশোরীর বাবা ফারুক খলিফা অভিযোগ করেন, তার মেয়েকে কেউ হত্যা করেছে। সে আত্মহত্যা করেনি। তিনি পুলিশ ও উর্ধতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত হত্যাকারীকে দ্রুত সনাক্ত করে বিচরের মুখোমুখি করার দাবী জানান। 

   পাশ্ববর্তীরা বাসিন্ধা ও স্থানীয়রা জানান, সকালে পাশের বাড়িতে এক লোক মারা যাওয়ায় ইতি'র মা সেই বাড়ী গিয়ে ছিলেন। কিশোরী হামিদা আক্তার ইতি এ সময় ঘরে একা ছিলো। ইতির মা ঘরে ফিরে মেয়েকে ঘরের আড়াঁর সঙ্গে ঝুলন্ত দেখে ডাক-চীৎকার করলে আশেপাশের লোক ছুটে আসে। পরে তারা নলছিটি থানায় ফোন করলে সকাল ১১টার দিকে পুলিশ এসে ঝুলতে থাকা লাশটি উদ্ধার করেন।

   নিহত ইতি'র বাবা, মা ও প্রতিবেশীরা পুলিশ ও সাংবাদিকদের জানায়, পরিবারের কারো সাথে কিশোরী ইতির কোন ঝগড়া বা মান-অভিমান জনিত কোনো ঘটনা ঘটেনি। তারা আত্মহত্যার বিষয়টিও মেনে নিতে পারছেনা তেমনি কেউ হত্যা করে থাকলে সে ব্যাপারেও কোন ধরনা করতে পারছেনা।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের পাঠানো হয়েছে। হামিদার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত বলা যাবে।