ঝালকাঠিতে সিটিপার্ক খালটি রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সিটিপার্ক খালটি রক্ষাসহ শহরের
মধ্যদিয়ে প্রবাহিত সকল খালগুলো সংস্কার ও সংরক্ষনের দাবীতে এলাকাবাসীর
মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। বৃহস্পতি বার স্থানীয়
প্রেসক্লাবের সামনে সচেতন পৌরবাসীর ব্যানারে সকালে ১১টা থেকে ১২টা
পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে।
ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের যুগ্মআহবায়ক হাসান মাহমুদের
সভাপতিত্বে মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের
যুগ্মআহবায়ক আক্কাস সিকদার, সমাজকর্মী শাকিল রনি, জাহিদুল ইসলাম জিতু
প্রমুখ। আয়োজকরা স্থানীয় থানার খালসহ শহরের বিভিন্ন খালের ওপর পৌরসভার
বক্স ড্রেন নির্মাণ বন্ধের দাবী জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পৌরমেয়র ঝালকাঠি পৌর শহরের মধ্য
থেকে প্রবাহমান খালগুলো পুন:খনন না করে অপরিকল্পিত ভাবে একের পর এক ভরাট
করে ড্রেন নির্মাণ করছে। এরফলে শহরের বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা
সৃষ্টি ও সামান্য বৃষ্টিতেই শহর প্লাবিত হয়ে যাচ্ছে। তাই পৌরবাসী
খালগুলো খনন করে গভীরতা ও প্রস্ততা বাড়িয়ে খালের প্রবাহ ফিরিয়ে দেয়ার
দাবী জানায় বক্তরা।
মানব বন্ধনে পরিবেশ রক্ষার আন্দোলন করে মিথ্যা মামলার শিকার কাজী
ইরান, বাদল হোসেন, ক্রীড়া সংগঠক মোঃ উজ্জল হোসেন, শামীম খানসহ বিভিন্ন
স্থরের জনসাধারন উপস্থিত ছিলো।