ঝালকাঠিতে সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ভিত্তিফলক উন্মোচন

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কারিগরি শিক্ষার নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর
উন্মোচন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে এর
ভিত্তিফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর
রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রকল্প শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রৌকশলী শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক সুব্রত পাল উপস্থিত ছিলেন।
৭ তলা বিশিষ্ট নতুন ভবনে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ৬৪ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে কারিগরি ও মাদ্রাসা বিভাগ ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্ত এর
বাস্তবায়ন করেন।
এই প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটিতে ৬টি কম্পিউটারাইজড, ৬টি ওয়ার্কশপ থাকবে এবং সেখান থেকে কারিগরি শিক্ষার উন্নত প্রযুক্তি গ্রহণ
করতে পারবে শিক্ষার্থীরা।
এছাড়াও ৭ তলার এই একাডেমিক ভবনে টিসার্সরুম, হলরুম এবং আধুনিক লিফট থাকছে। শিক্ষার্থীদের মেকানিক্যাল ওয়ার্কশপ তাদের ক্লাসরুম। এখানে
সবকিছুই হাতে কলমে শিখানো হবে।