ঝালকাঠিতে ১৩ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষকদের মানবন্ধন

ঝালকাঠিতে ১৩ দফা দাবীতে মাদ্রাসা শিক্ষকদের মানবন্ধন
ছবি: সংগৃহীত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ১৩ দফা দাবীতে মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াাতুল মোদার্রেছীন এক মানবন্ধন করেছে কর্মসূচী পালন করেছে। সোমবার সকাল ১১টায় কোর্ট সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকনলিপি দিয়েছে। জমিয়াতুল মোদার্রেছীন ঝালকাঠি জেলা শাখার ব্যানারে জেলার বিভিন্ন মাদ্রাসায় কর্মরত কয়েক শত শিক্ষকরা কর্মসূচীতে অংশ গ্রহন করেছে।

   মানববন্ধনে বক্তারা বলেন, 'শতকরা ৯১ ভাগ মুসলমান যে দেশে বসবাস করে সে দেশে কুরআন-সুন্নাহ ও মুসলিম ঐতিহ্য, কৃষ্টি, দীর্ঘদিনের লালিত সংস্কৃতির সাথে সাথে বর্তমান চাহিদাকে সমন্বয় করে মুসলিম জনগোষ্ঠির ইমান-আকীদা, শিক্ষা-সংস্কৃতি সমুন্নত রেখে আধুনিক বিষয়সমূহ অন্তর্ভূক্তি ও মাদরাসা শিক্ষার বৈশিষ্ট উপযোগী পরিমার্জন সাপেক্ষে এবং সমন্বয়ের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক উন্নয়ন ও সংস্কার করতে হবে।'

   বক্তারা দাবী করেন, চলতি বছরে এনসিটিবি ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির জন্য যে ৯টি বই (বাংলা, ইংরেজি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, গণিত, শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান) পাইলটিং/পরীক্ষামূলকভাবে পাঠদান করা হয় এবং আগামী ২০২৩ সাল থেকে ৬ষ্ঠ, ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে ঐসমস্ত বই স্কুল ও মাদরাসায় বাধ্যতামূলকভাবে পড়াতে হবে মর্মে এনসিটিবি ঘোষণা দিয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় বর্ণিত পাঠ্যপুস্তক মাদরাসা শিক্ষার জাতীয় লক্ষ-উদ্দেশ্য (জাতীয় শিক্ষা নীতি ২০১০ এ বর্ণিত) এবং স্বতন্ত্র বৈষম্য উপেক্ষা করে রচিত হয়েছে।

    এসব পাঠ্যপুস্তকে সন্নিবেশিত অধিকাংশ ছবি, চিত্র, শব্দ, বাক্য, তথ্য ও উপাত্ত ধর্মপ্রাণ মুসলমানদের মর্মাহত এবং তাঁদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে সঙ্কিত করে তুলবে বলেও মন্তব্য করেছেন সংগঠনের নেতারা।

    শিক্ষকরা জানায়, সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহ ইতিমধ্যেই শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। সেখানে ৬ষ্ঠ শ্রেণির ৯টি বইয়ের মধ্যে কুরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, মুসলিম মনীষী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিকদের বানী, উদ্ধৃতি, নীতি-নৈতিকতা সৃষ্টিকারী কোন বিষয় স্থান পায়নি। বরং আপত্তিজনক বিষয় উপস্থাপিত হয়েছে। 
 
    মানববন্ধন শেষে শিক্ষক নেতারা প্রধানমন্ত্রী বরাবরে ১৩ দফা দাবী বাস্তবায়ন চেয়ে একটি স্মারকরিপি জেলা প্রশাসক মো. জোহর আলীর হাতে তুলেদেন ।