ঝালকাঠির রাজাপুরে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি।।ঝালকাঠির রাজাপুরে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে রেখে প্রবাসীর বাড়িতে
ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর এলাকার মো. লিটন সরদারের ফাতিমা মহলে এ ঘটনা ঘটে। সিংঙ্গাপুর প্রবাসী লিটন সরদার ঐ এলাকার মৃত কাদের সরদারের ছেলে।
পুলিশ ও গৃহকর্ত্রী জানায়, প্রবাসী লিটন সরদারের বসত বাড়িতে তার অনুপস্থিতিতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে বসবাস করেন। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে ৪/৫ সদস্যের একটি ডাকাত দল ফাতিমা মহলের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করে ঘুমন্ত সবাইকে হাত-পা বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
এরপর ডাকাত দল প্রায় দু’ঘন্টা ভোর চারটা পর্যন্ত পুরো ঘরে লুটপাট চালায়।
এ সময় ডাকাত দল নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণলঙ্কার ও তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাত দল চলে যাওয়ার পর সবাই
চিৎকার শুরু করলে আশপাশের লোকজন টেরপেয়ে এগিয়ে আসে। এলাকাবাসী তাদের হাত-পায়ের বাঁধন খুলে ও রাজাপুর থানা পুলিশে খবর দিলে সকালে পুলিশের
উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন,পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত দুষ্কিৃতিকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি আরো জানান।