টেকনাফ বাহারছড়ায় ‘রোহিঙ্গার হাতে আট জেলে অপহৃত’,

শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার।। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে আট জেলেকে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাহাজপুরার পাহাড়ি বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানিয়েছেন।
অপহৃত জেলেরা হলেন, বাহারছড়া ইউনিয়নের জাহাজ পুরা এলাকার ছৈয়দ আমীরের ছেলে নুরুল মোস্তফা ও করিম উল্লাহ, রশিদ আহমেদের ছেলে মোহাম্মদ উল্লাহ, রুস্তম আলীর ছেলে সেলিম উল্লাহ, নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমেদের ছেলে নুরুল আবছার ও মমতাজের ছেলে রিদুয়াদ।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রবিবার বিকালে ওই আটজন জেলে জাহাজপুরার পাহাড়ি বনিরছড়া খালে মাছ শিকার করতে যান। সেখান থেকে তাদের ১৫-২০ জন ‘রোহিঙ্গা’ অপহরণকারী যুবক অস্ত্রের মুখে তাদেরকে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বাহারছড়া ইউনিয়নের জেলেদেরকে মাছ শিকারে খাল ও সাগরে যেতে হয়।
জাহাজপুরার পাহাড়ি বনিরছড়া খাল থেকে আট জেলেকে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ অস্ত্রের মুখে অপহরণ করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, স্থানীয় চেয়ারম্যান ও ভুক্তভুগী পরিবারের কাছ থেকে বিষয়টি শুনেছি। এ ঘটনা নিয়ে একাধিক পুলিশ টীম কাজ করছে।