টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

মানিকগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
এর আগে সকাল ৮ টার সময় মানিকগঞ্জ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন সাংবাদিকগন।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরুপ রায়, নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস. এম নুরুজ্জামান, সাংবাদিক এ.বি.খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তজুমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাইফুল, কোষাধ্যক্ষ বাবুল আহমেদ, সাংবাদিক শিকদার শামীম আল মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।
শ্রদ্ধাঞ্জলী শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে ঘাতকদের হাতে নির্মম ভাবে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।