ঠাকুরগাঁওয়ে পাগলের হাতে প্রান গেলো ব্যবসায়ীর

জীবন হক, ঠাকুরগাঁও।ঠাকুরগাঁও প্রতিনিধি।ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাগলের কুড়ালের কোপে মুনসুর আলী (৩৭) নামের এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
নিহত মুনসুর আলী দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগণপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ধান ক্রয় করার জন্য কাঁঠালডাঙ্গী বাজারে মুনসুর আলী আসেন। সন্ধ্যার দিকে তিনি চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ করেই খালেক নামে এক মানসিক ভারসাম্যহীন কুড়াল দিয়ে তাকে কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খালেককে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আটক করে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।