ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁও জেলা সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের জেলা শাখার আয়োজনে রোববার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রেসক্লাব সদস্য হাসান বাপ্পি, সংগঠনের সভাপতি সম্ভু বর্মন, সাধারণ সম্পাদক মো: হাবিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় প্রায় ৫০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করা হয়।