ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু

জীবন হক,জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও।।বিএনপির ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান পদত্যাগ করায় এই সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গত ১১ ডিসেম্বর গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। তারই প্রেক্ষিতে ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল সকাল ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন অফিসে তথ্য মতে, ঠাকুরগাঁও-৩ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি মার্কা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল মার্কা, স্বতন্ত্র পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা মার্কা, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল মার্কা, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম মার্কা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠ ও অবাধ করার জন্য আমরা যাবতিয় ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি শান্তিপূর্ণ ও শৃঙ্খলার মধ্য দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম সম্পূন্ন হবে।
যদি কেউ ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকল ভোটকেন্দ্রে অবস্থান করছেন।